img

টালিউডের সময়ের আলোচিত জনপ্রিয় প্রযোজক-অভিনেতা দীপক অধিকারী দেব ও মুম্বাদাখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোথায় যেন একটা সুক্ষ্ম দ্বন্দ্ব লুকিয়ে। এভাবে না বলেও বলা যায়, কোথায় যেন ভুল বোঝাবুঝিতে মান-অভিমান চলছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে মুম্বাদা একটি দেবের অভিব্যক্তি নিয়ে পোস্ট করেছেন। সেই পোস্টে কিছু প্রশ্ন-উত্তর জড়িয়ে আছে। দেবের ‘এমনি’ পোস্ট শেয়ার করে  প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় লিখলেন— 'তুই এলি , কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক। আদর।' 

সামাজিক মাধ্যমে এ কথা লেখার সঙ্গে সঙ্গেই টালিপাড়ার একাংশের প্রশ্ন— বুধবার ইম্পার বৈঠকের দুদিন পর তাহলে কি অবশেষে প্রসেনজিৎ-দেবের অভিমানের বরফ গলল?

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) ছিল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন-ইম্পার  স্ক্রিনিং কমিটির বৈঠক। সেই বৈঠক শেষ হতে না হতেই আলোচনার ঝড় ওঠে টালিপাড়ায়। কেন, ঠিক কী ঘটেছিল সেখানে? 

একটি সূত্র জানায়, বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, দেব, জিৎসহ টালিউডের আরও বিশিষ্ট শিল্পী, প্রযোজক ও পরিচালক। জানা গেছে, সেই বৈঠকে দেব প্রসেনজিতের উদ্দেশে এমন কিছু কথা বলেছেন, যেখানে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত অভিনেতা অপমানিত বোধ করেছেন। এ ঘটনার ৪৮ ঘণ্টা কাটার আগেই শুক্রবার কি তাহলে বদলে গেল প্রসেনজিৎ-দেবের 'ইকুয়েশন'? 

নিভু নিভু শীতের দুপুরে দেব-প্রসেনজিৎ আবার হাসিমুখে একফ্রেমে বন্দি হলেন। যে ছবি শেয়ার করে দেব ইংরেজি হরফ-বাংলা উচ্চারণে ফেসবুকে লিখেছেন— ‘এমনি’। সেই ছবিতে ছিলেন প্রসেনজিৎপুত্র তৃষাণজিৎও।

প্রসেনজিৎ কি ‘এমনি’ই শেয়ার করলেন দেবের পোস্ট? নাকি তার পোস্টের ক্য়াপশনে যা লেখা রয়েছে, তা আসলে ইঙ্গিত করছে বুধবারের ইম্পা বৈঠককেই? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরে। দেব পোস্ট করার কিছুক্ষণ পরেই সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন প্রসেনজিৎ। এবং দেবের উদ্দেশে তিনি লেখেন, 'তুই এলি , কথা বললি…।'

বুধবার ইম্পার অফিসে কাচের দরজার ওপারে চার দেয়ালের মধ্যে যা ঘটেছে, তার কোনো ফুটেজ কিংবা অন্য কোনো প্রমাণ নেই। তবে অন্দরের আলোচনার নানা অংশ ফাঁস হয়েছে। জানা গেছে, দেব নাকি প্রসেনজিৎকে বলেছিলেন— তুমি ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’ পেয়েছো, তোমাকে তো জায়গা ছেড়ে দিতেই হবে। 

এবার পূজায় মুক্তি পাচ্ছে জিতের সিনেমা— 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। দেব নাকি জিৎকে বলেছিলেন, দুবছর পর সিনেমা এনে হঠাৎ জায়গা চাইছো, আর আমি তো টানা দুবছর ধরে কাজ করে চলেছি।

যদিও এ ঘটনা প্রসঙ্গে একটি শব্দও উচ্চারণ করেননি তিনজনের কেউই— প্রসেনজিৎ, দেব ও জিৎ। যদিও ইন্ডাস্ট্রির অনেকেই জানিয়েছেন, দেবের এমন ব্যবহারে নাকি প্রসেনজিতের বেশ খারাপ লেগেছে। কেউ কেউ এমনটিও বলেছেন— বুম্বাদা আশায় ছিলেন, দেব নিজেই তাকে ফোন করে সব মিটিয়ে নেবেন। 

প্রসেনজিৎ যে ভুল ভাবেননি, শুক্রবার কি সেটাই প্রমাণিত হলো দেবের ‘এমনি’ পোস্টের সৌজন্য়ে? তবে যা রটেছে, সত্যিই তার কতটা ঘটেছে, তা নিয়ে অনুরাগীদের মনে একটা খচখচানি রয়েই গেল। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ প্রসঙ্গে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বলেছেন, বুধবারের বৈঠক টালিউডের অভ্য়ন্তরীণ বিষয় ছিল। এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য় করব না। প্রসেনজিৎ-দেবকে কেন্দ্র করে গত দুদিন ধরে ইন্ডাস্ট্রিতে যেসব কথা শোনা যাচ্ছে, সে ব্য়াপারে কী বলবেন? এমন প্রশ্নের উত্তরে পিয়া বলেন, ঘরের কথা বাইরে কে বা কারা ফাঁস করেছেন, সে ব্য়াপারে আমি ওয়াকিফহাল নই।

এই বিভাগের আরও খবর